শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

কিভাবে কালার কোড দেখে বের করব রোধের মান?

রোধ কি জিনিস সেটা আশা করি সবাই জানেন। Resistor শব্দটির সাথেও মোটামুটি সবাই পূর্বপরিচিত। সহজভাবে বললে রোধক বা Resistor হল এক ধরনের দুই প্রান্ত বিশিষ্ট যন্ত্রাংশ যা শুধু মাত্র বিদ্যুৎ প্রবাহে বাধা দেয়ার জন্য ব্যবহার করা হয় (অবশ্যই passive এবং bilateral). যন্ত্রপাতিতে আমরা যে Resistor ব্যবহার করি সেটা মূলত Carbon composition resistor এবং Carbon film resistor. এগুলোর আকার সাধারণত বেশ ক্ষুদ্র হয়, যার কারণে এদের গায়ে রোধের মান লেখার জায়গা থাকে না। তো এই সমস্যা দূর করার জন্য নির্মাতারা resistor-এর গায়ে বিভিন্ন রঙের দাগ দিয়ে থাকেন। এই রঙিন দাগ ও তার অবস্থান দেখে রোধের মান প্রকাশ করাকেই বলা হয় Colour code of resistance বা Resistor colour code. মূল আলোচনা শুরু করার আগে আমাদের একটা বিষয়ের সাথে পরিচিত হতে হবে, সেটা হল টলারেন্স (Tolerance). কোন resistor-এ রোধের মান সুনির্দিষ্ট করে নির্মাণ করা খুবই কঠিন একটা কাজ। কারণ আমরা জানি, কোন পরিবাহকের রোধ তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রার পরিবর্তন হলে রোধের মান পরিবর্তিত হয়। তাই নির্মাতারা resistor-এর রোধের মান কতটুকু পরিবর্তিত হতে পারে তা নির্দিষ্ট করে দেন। যার মাধ্যমে এটি করা হয় সেটাই হল Tolerance বা সহনশীলতা। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। 1K ohms বা 1000 ohms-এর একটি resistor-এর tolerance ±5% বলতে বোঝায়, resistor-টির রোধের মান পরিবর্তন হতে পারে 1000 ohms এর 5% বা 50 ohms. অর্থাৎ যদি তাপমাত্রার পরিবর্তন হয়, তাহলে রোধের সর্বোচ্চ মান হতে পারে 1050 ohms এবং সর্বনিম্ন মান হতে পারে 950 ohms. এর মানে হল রোধটি 950 ohms থেকে 1050 ohms- এই সীমার মধ্যে কার্যকর হবে।
Colour code দিয়ে রোধের মান বের করতে হলে প্রথমে আমাদের জানতে হবে কোন রঙ কত সংখ্যা বোঝায়। Colour code-এর জন্য আন্তর্জাতিকভাবে কয়েকটি রঙকে এবং ঐ প্রত্যেকটি রঙের জন্য একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা হয়েছে। চিত্রে দেয়া চার্টটি দেখুন।
কালার কোড সহজে মনে রাখার জন্য এই বাক্যটি ব্যবহার করতে পারেন-
 B. B. ROY Good Boy Very Good Worker => Black-Brown-Red-Orange-Yellow-Green-Blue-Violet-Gray-White => 0-1-2-3-4-5-6-7-8-9. এটাও খারাপ না- Bad Beer Rots Our Young Guts But Vodka Goes Well Get Some Now! 
যদি বাংলাতে মনে রাখতে চান, তাহলে এটা দেখতে পারেন- 
কা বা লা ক হ স নী বে ধু সা => কালো-বাদামি-লাল-কমলা-হলুদ-সবুজ-নীল-বেগুনি-ধূসর-সাদা => 0-1-2-3-4-5-6-7-8-9.
 টলারেন্সের মান চার্টে দেয়া আছে।

 এক্ষেত্রে Gold (±5%) এবং Silver (±10%) তুলনামূলক বেশি ব্যবহৃত হয়। যদি টলারেন্সের জন্য নির্দিষ্ট কোন রঙ না দেয়া থাকে, তাহলে টলারেন্স ±20% ধরতে হবে।
কোন resistor-এ যদি ৪টি রঙের দাগ দেয়া থাকে, তাহলে তাকে আমরা বলবো 4-band resistor. একইভাবে ৫টি ব্যান্ড থাকলে হবে 5-band resisitor.
4-band code এর ক্ষেত্রে রোধের মান বের করার সূত্রটি হল-
R = FS × 10^T ± Tolerance
এখানে,
F = 1st band বা 1st digit
S = 2nd band
T = 3rd band (10^T কে Multiplier বা গুণক বলে)
5-band code এর ক্ষেত্রে,
R = FSV × 10^T ± Tolerance
এখানে,
F = 1st band
S = 2nd band
V = 3rd band
T = 4th band
6-band code এর হিসাব একটু জটিল। এক্ষেত্রে Temperature coefficient দরকার হয়। এটার হিসাব এখন না জানলেও চলবে।
নিচের চিত্রটি দেখো।
প্রশ্ন হল- চিত্রে দেয়া 4-band resisitor এর রোধের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের কর।
চলো শুরু করা যাক।
 চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে,
1st digit, F = Yellow = 4
2nd digit, S = Violet = 7
3rd digit, T = Red = 2; অর্থাৎ, Multiplier = 10^2
Tolerance = Silver = ±10%
সুতরাং,
R = FS × 10^T ± Tolerance
= 47 × 10^2 ± 10
= 4700 ohms ± 10%
তাহলে, রোধের সর্বোচ্চ মান হবে = 4700 + 4700 এর 10% ohms
= (4700 + 470) ohms
= 5170 ohms
রোধের সর্বনিম্ন মান = 4700 - 4700 এর 10% ohms
= (4700 - 470) ohms
= 4230 ohms
একটা গুরুত্বপূর্ণ টিপস্!
Resistor-এর কোন Band-কে 1st digit ধরবো- এটা নিয়ে অনেক সময়ই confusion তৈরি হয়। লক্ষ করুন, প্রথম Band-টি resistor-এর একেবারে প্রান্ত থেকে শুরু হয়েছে এবং Tolerance band আছে সবার শেষে, বাকি Band-গুলো থেকে কিছুটা দূরে। আমাদের এই gap দেখেই 1st band আর Tolerance band চিনতে হবে।
আমি তো অনেকক্ষণ বকবক করলাম। এবার আপনাদের পালা। কালই ল্যাবে যান, আর ইচ্ছামতো প্রাকটিস করো। আশা করি কারও কোন সমস্যা হবে না।

৩টি মন্তব্য:

  1. Sands Casino | Newest Casino in the World, Casino in Sahuarita
    Sahuarita's newest and 샌즈카지노 greatest entertainment destination, หารายได้เสริม Sahuarita's largest casino offers you all the fun 인카지노 of a classic Vegas getaway.

    উত্তরমুছুন
  2. casino casino not working at full screen or not - Dr.MCD
    Find out what's going on at 정읍 출장샵 casino.mgmresorts.com · The best casinos that accept 충청남도 출장안마 players from all 논산 출장마사지 around the 목포 출장안마 globe. · 영주 출장안마 What are the security and hygiene measures currently in place?

    উত্তরমুছুন

OOP